| |
               

মূল পাতা আন্তর্জাতিক ওয়াকফ আইনের কড়া সমালোচনা করলেন আল্লামা আরশাদ মাদানি


ওয়াকফ আইনের কড়া সমালোচনা করলেন আল্লামা আরশাদ মাদানি


আন্তর্জাতিক ডেস্ক     17 April, 2025     01:11 PM    


সম্প্রতি ভারতের সংসদে পাস হয়েছে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন। সমগ্র দেশজুড়ে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে মুসলমানরা। এবার তাদের সাথে যুক্ত হলো জমিয়তে উলামায়ে হিন্দ। বিতর্কিত এই আইনের কড়া সমালোচনা করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আরশাদ মাদানী। একই সাথে মুসলিমদের পক্ষে দাঁড়ানো প্রবীণ আইনজীবী কপিল সিব্বলকে ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, ওয়াকফ আমাদের ধর্মীয় বিষয় এবং এর নিজস্ব কিছু নিয়ম-কানুন রয়েছে। কেন্দ্র সরকার নাকি গরিব মুসলমানদের ভালোর জন্য এসব করছে? এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা!

বুধবার (১৬ এপ্রিল) এএনআই’কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

আল্লামা আরশাদ মাদানী বলেন, যারা এদেশে স্বাধীনতা এনেছে, আমাদের সেই মুরব্বিরা ওয়াকফ আইন তৈরি করেছেন। সেখানে হাত দেওয়ার কোনো অধিকার আজকের শাসকদের নেই।

তিনি বলেন, ওয়াকফ বোর্ডে অমুসলিমদের ঢুকিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে মাওলানা আরশাদ মাদানী বলেছেন, তারা আইনি লড়াই চালিয়ে যাবেন।